Saturday, January 11, 2014

ফ্রী-ল্যান্সিং শুরু করব কি ভাবে?

ফ্রী-ল্যান্সিং শুরু করব কি ভাবে?

সুচনা ছাড়া লিখতেই ভালোবাসি।তাই শুরু করলাম সুচনা ছাড়ায়। ফ্রী-ল্যান্সিং মানে হল স্বাধীন পেশা। সেটা নানা ভাবে হতে পারে। তবে আমরা সাধারনত ফ্রী-ল্যান্সিং বলতে ওডেস্ক,ইল্যান্স,ফ্রী-ল্যান্সার এ কাজ করাকে বুঝি। যাই হোক এতে আপ্নার/আমার ভুলনেই কারন প্রোপার নাউন আর কমন নাউনের একটা ব্যাপার আছে এবং এটাও ঠিক তাই। আজে বাজে সাইটে সময় নস্ট না করে আমার মনে হয় প্রপার সাইটে সময় নস্ট করা উচিত।
আমি আপনাদের সেই প্রপার ওয়ে এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আর একটা কথা, যারা ওল্ড তাদের ভাব দেখলে আমার মাথা নস্ট হয়ে যায় আর তাই টিউন করার ইচ্ছেও জাগে না। তারা  ভাবে তারা জানে তাই এর আর কোনো প্রয়োজন নেই।
ওকে বয়েজ ,
প্রথমে ফ্রী-ল্যান্সারে একটা একাউন্ট খুলুন এবং কাজ খুজুন।  ক্লিক করুন......
এবার আপনার টাকা তো ঘরে/ব্যাংকে আনা চাই আর তাই মানিবুকার্স /স্ক্রিল এর একটা একাউন্ট দরকার... ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করুন
অহ শিট ... এবার তো কভারলেটার / ও আরো কিছু জানা প্রয়োজন। যেমন, কিভাবে আপনি দ্রুত জব পাবেন তার টিপস পেতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment